Logo

জাকসু নির্বাচনে জয়ী হয়ে মোনাজাতে কাঁদলেন শিবিরের নেতাকর্মীরা

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৩:৩৩
24Shares
জাকসু নির্বাচনে জয়ী হয়ে মোনাজাতে কাঁদলেন শিবিরের নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। জাকসুর ২৫টি পদের মধ্যে জিএসসহ ২০টি পদে জয়লাভ করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এই জয়ে কোনো বিজয় মিছিল নয়, দোয়া ও মোনাজাত কর্মসূচি পালন করেছেন ক্যাম্পাস ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।  এতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও জাবি শাখার বিভিন্ন নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় নির্বাচনী দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার জন্যও বিশেষ দোয়া করা হয়। মোনাজাত চলাকালে ছাত্রশিবিরের নেতাকর্মীদের কান্না করতে দেখা যায়। 

মোনাজাতের পূর্বে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, আজকে যারা জয়লাভ করেছে,  আমি তাদের প্রতি তিনটি অনুরোধ করবো। আপনারা বেশি বেশি আল্লাহর কাছে তাসবিহ করবেন, হামদ করবেন এবং সর্বশেষ ক্ষমা প্রার্থনা করবেন। পাশাপাশি যারা জয়ী হতে পারেননি তাদের প্রতি সহমর্মিতা পোষণ করবো। যে কোনো বিজয় বা অর্জন মানুষকে অনেক সময় অহংকারী করে দেয়। আল্লাহ যেন আপনাদের অহংকারী করে না দেয় সেই দোয়া করবো। 

এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে জাকসুর ২৫টি পদের মধ্যে জিএসসহ ২০টি পদে জয়লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট। 

ঘোষিত ফলাফলে দেখা গেছে, স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু ৩৩৩৪ ভোট পেয়ে ভিপি পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের আরিফ উল্লাহ পেয়েছেন ২৩৯২ ভোট। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের আরিফুজ্জামান উজ্জ্বল পেয়েছেন ১২১১ ভোট। আর ছাত্রদলের মো. শেখ সাদি হাসান পেয়েছেন ৬৪৮ ভোট। 

সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী মো. মাজহারুল ইসলাম ৩৯৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের আবু তৌহিদ মো. সিয়াম  পেয়েছেন ১২৩৮ ভোট। ছাত্রদলের তানজিলা হোসাইন বৈশাখী ৯৪১ ভোট পেয়েছেন।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

জাকসু নির্বাচনে জয়ী হয়ে মোনাজাতে কাঁদলেন শিবিরের নেতাকর্মীরা