Logo

রাকসুর প্রার্থী তালিকা চূড়ান্ত আজ, শুরু হচ্ছে প্রচারণাও

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:০০
14Shares
রাকসুর প্রার্থী তালিকা চূড়ান্ত আজ, শুরু হচ্ছে প্রচারণাও
ফাইল ছবি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে আজ। এদিন থেকেই প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। এর আগ পর্যন্ত ১৪ জন প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন। এর মধ্যে রাকসুতে ১১ জন ও সিনেটে তিন জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এ পর্যন্ত ৯টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছাত্রদল ও ছাত্রশিবির ছাড়া কোনো ছাত্র সংগঠন বা স্বতন্ত্রভাবে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি। আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অ্যাকাডেমিক ভবনগুলোয় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে গণনা ও ফলাফল ঘোষণার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৪ ও এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঘোষিত নয়টি প্যানেল হলো ছাত্রদল মনোনীত ‘আবীর-জীবন-এষা’ পরিষদ, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ‘রাকসু ফর র‍্যাডিক্যাল চেইঞ্জ’, ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ‘অপরাজেয় ৭১’, ‘অপ্রতিরোধ্য ২৪’, ‘আধিপত্যবিরোধী ঐক্য’, ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’ ও ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’।

নাম প্রত্যাহার করা প্রার্থীদের মধ্যে ভিপি পদে ২ জন, জিএস ১, ক্রীড়া সম্পাদক ১, মিডিয়া সহপ্রকাশনা সম্পাদক ১, সহপরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ২, নারী বিষয়ক সম্পাদক ১, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ১, বিতর্ক সম্পাদক ১, কার্যনির্বাহী সদস্য ১ এবং সিনেটে ৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, ‘আজ (রবিবার) সন্ধ্যার দিকে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। প্রকাশের পর থেকেই প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা করতে পারবেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD