Logo

জাকসুর আরও এক নির্বাচন কমিশনারের পদত্যাগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:৫৯
12Shares
জাকসুর আরও এক নির্বাচন কমিশনারের পদত্যাগ
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনকে ঘিরে একের পর এক নাটকীয় পরিস্থিতি তৈরি হচ্ছে। অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

এর আগে শুক্রবার কমিশনের আরেক সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তিনি অভিযোগ করেছিলেন, নির্বাচন প্রক্রিয়ায় নানা অনিয়ম হয়েছে এবং তার মতামত উপেক্ষা করে ভোট গণনা শুরু করা হয়, যা পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। সেই পরিস্থিতিতে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে তিনি জানান।

এদিকে নির্বাচন কমিশনের ভেতরে পদত্যাগের এমন ঘটনায় অস্থিরতা বাড়লেও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান ঘোষণা দিয়েছেন, নির্ধারিত সময়েই ফলাফল প্রকাশ করা হবে। দুপুরে সাংবাদিকদের তিনি জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে জাকসুর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। সেদিন রাত সাড়ে ১০টার দিকে ভোট গণনা শুরু হয়, যা টানা তিন দিন ধরে চলে। এর মধ্যেই ছাত্রদলসহ চারটি প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

জাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে নাটকীয় পরিবেশ, যা শিক্ষার্থীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD