Logo

৪০ ঘণ্টা পর শেষ হলো জাকসুর ভোট গণনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:৩৩
15Shares
৪০ ঘণ্টা পর শেষ হলো জাকসুর ভোট গণনা
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা। প্রায় ৪০ ঘণ্টা ধরে চলা এই গণনা শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে শেষ হয়েছে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী।

টানা তিন দিন ধরে ভোট গণনা চলতে থাকায় শিক্ষার্থীদের মধ্যে ধৈর্যচ্যুতি দেখা দেয়। এ পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানান, শনিবার সন্ধ্যা ৭টার মধ্যে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনার লুৎফুল এলাহী দুপুরে বলেন, ইতোমধ্যে ২১টি হলের মধ্যে ১৫টির ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং বাকি অংশ দুপুরের মধ্যেই শেষ হবে। একই সময়ে কেন্দ্রীয় ভোটের গণনাও চলছিল।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথমে ওএমআর মেশিনে গণনার সিদ্ধান্ত থাকলেও যন্ত্র সরবরাহ নিয়ে বিরোধের কারণে হাতে ব্যালট গোনার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই রাতেই সিনেট ভবনে ব্যালট বাক্সগুলো আনা হয় এবং রাত ১০টার পর গণনা শুরু হয়।

তবে বিলম্বের কারণে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়। শুক্রবার রাতের মধ্যেই ফল প্রকাশের আশ্বাস দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার, কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। অবশেষে শনিবার বিকেলে ভোট গণনা সমাপ্তির মধ্য দিয়ে শিক্ষার্থীদের অপেক্ষার অবসান হলো।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD