স্বতন্ত্র প্যানেলে জয় ৩ পদে, শিবির সমর্থিতদের দখলে ২১ পদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে শীর্ষ চারটি পদের মধ্যে তিনটিসহ মোট ২১টি পদে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন তিনটি পদে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন।
সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু। সাধারণ সম্পাদক (জিএস) হয়েছেন শিবির সমর্থিত মাজহারুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ফেরদৌস আল হাসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা বিজয়ী হয়েছেন- দুজনই শিবির সমর্থিত জোটের প্রার্থী।
ফলাফলে দেখা যায়, শিক্ষা ও গবেষণা সম্পাদক, পরিবেশ সম্পাদক, সাহিত্য সম্পাদক, নাট্য সম্পাদক, তথ্য প্রযুক্তি সম্পাদক, সমাজসেবা সম্পাদক, স্বাস্থ্য সম্পাদকসহ বেশিরভাগ পদেই জয় পেয়েছে শিবির সমর্থিত প্রার্থীরা। তবে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে স্বতন্ত্র প্রার্থী মহিবুল্লাহ শেখ জিসান এবং ক্রীড়া সম্পাদক হিসেবে স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান কিরণ নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য পদেও শিবির সমর্থিত প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। নারী সদস্য পদে নাবিলা বিনতে হারুন, ফাবলিহা জাহান ও নুসরাত জাহান ইমা জয়ী হয়েছেন। পুরুষ সদস্য পদে মো. তরিকুল ইসলাম, আবু তালহা এবং মো. আলী চিশতী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চিশতী বাগছাস সমর্থিত প্যানেলের প্রার্থী।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সিনেট ভবনে ভোট গণনা চলে দীর্ঘ সময়। মোট ১১ হাজার ৭৪৩ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন প্রায় ৮ হাজার শিক্ষার্থী, যা মোট ভোটের প্রায় ৬৮ শতাংশ।
এবারের জাকসু নির্বাচনে ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৭৭ জন প্রার্থী। নির্বাচনে অংশ নেয় আটটি প্যানেল, যার মধ্যে ছিল বামপন্থি, ছাত্রদল, শিবির এবং স্বতন্ত্র প্রার্থীরা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন
