ডাকসুর দায়িত্ব নিলেন সাদিক-ফরহাদ, সিনেটে ৫ ছাত্র প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপাচার্যের অফিসসংলগ্ন কক্ষে এই সভা বসে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
সভায় উপস্থিত ছিলেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খানসহ অন্য নির্বাচিত প্রতিনিধিরা। এর মধ্য দিয়ে শুরু হলো ডাকসুর নবনির্বাচিত পরিষদের কার্যক্রম।
সভা শেষে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে ডাকসুর পক্ষ থেকে পাঁচ ছাত্র প্রতিনিধির নাম মনোনীত করা হয়েছে। তারা হলেন- ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সদস্য সাবিকুন্নাহার তামান্না ও পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।
সভা শেষে ভিপি সাদিক কায়েম বলেন, “আজকের এই সভার মধ্য দিয়েই আমাদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ হলো। শিক্ষার্থীরা আমাদের প্রশ্ন করবেন, আর আমরা প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করব। এই নির্বাচনে কেউ পরাজিত হয়নি, সবাই মিলে কাজ করব। শিগগিরই কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে।”
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে শীর্ষ তিন পদসহ মোট ২৮টির মধ্যে ২৩টি পদে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন
