Logo

ফের কঠোর কর্মসূচির পথে সাত কলেজের শিক্ষার্থীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:০৩
29Shares
ফের কঠোর কর্মসূচির পথে সাত কলেজের শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

ঢাকার সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার দাবিতে ফের সরব হয়েছেন শিক্ষার্থীরা। তারা আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি না হলে কঠোর কর্মসূচিতে নামতে বাধ্য হবেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজের শহিদ মিনারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। এর আগে তারা স্লোগানের মাধ্যমে সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে সাত কলেজের শিক্ষার্থীরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসব জটিলতা নিরসনে একমাত্র সমাধান হলো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র অধ্যাদেশ জারি করা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, ২০১৭ সালের পর থেকে অনেক শিক্ষক শিক্ষার্থীদের পাশে দাঁড়াননি। এখন সমস্যার সমাধানের উদ্যোগ এলে কিছু শিক্ষক তা ব্যাহত করার চেষ্টা করছেন।

শিক্ষার্থীদের দাবি, “অধ্যাদেশ ছাড়া কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়।”

এ ছাড়া তারা অভিযোগ করেন, আন্দোলনে গেলে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল খারাপ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা বলেন, কোনোভাবেই ভয়ভীতি দেখিয়ে এই আন্দোলন দমিয়ে রাখা যাবে না।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের দাবি, দ্রুত সময়ের মধ্যে সরকার যদি কার্যকর উদ্যোগ না নেয়, তবে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD