বুয়েট শিক্ষার্থী সনি হত্যা মামলার আসামি টগর গ্রেপ্তার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার অন্যতম আসামি মুশফিক উদ্দিন টগর (৫০) গ্রেপ্তার হয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর আজিমপুর এলাকা থেকে টগরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি রিভলভার ও ১৫৬ রাউন্ড গুলি জব্দ করা হয়।
এ বিষয়ে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
২০০২ সালের ৮ জুন বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কেমিকৌশল বিভাগের ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থী সাবেকুন নাহার সনি। ক্লাস শেষে হলে ফেরার পথে সংঘর্ষের মাঝখানে পড়ে তিনি প্রাণ হারান।
ঘটনার পর সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরের বছর ২০০৩ সালের ২৯ জুন ঢাকার বিচারিক আদালত মামলার রায় ঘোষণা করে। রায়ে মুশফিক উদ্দিন টগর, মোকাম্মেল হায়াত খান ও নুরুল ইসলাম সাগরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া আরও পাঁচজনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।
তবে ২০০৬ সালের ১০ মার্চ উচ্চ আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করে। একই সঙ্গে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজন খালাস পান। এ মামলায় দণ্ডপ্রাপ্ত ছয় আসামির মধ্যে বর্তমানে চারজন কারাগারে আছেন।