২৫ সেপ্টেম্বরের মধ্যে জকসু নীতিমালা পাসের জোর দাবি শিবিরের

চলতি মাসের ২৫ সেপ্টেম্বরের মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নীতিমালা পাসের দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন সংগঠনটির সভাপতি রিয়াজুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইউজিসি চেয়ারম্যান জানতেনই না যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে জকসু নীতিমালা পাঠানো হয়েছে। অথচ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য দায়িত্বশীলরা তা জানতেন। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুস্পষ্ট ব্যর্থতা। তাদের অবহেলার কারণেই নীতিমালাটি চেয়ারম্যানের কাছে পৌঁছায়নি।”
আরও পড়ুন: ডাকসুর জিএস হতে পারেন রাশেদ খান
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ইউজিসি চেয়ারম্যান তাদের আশ্বস্ত করেছেন যে বিষয়টি দ্রুত আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং এ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গেও আলাপ করবেন। যেহেতু নীতিমালাটি ইতোমধ্যেই পর্যালোচনার আওতায় এসেছে, তাই চূড়ান্ত করতে বেশি সময় লাগবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।
রিয়াজুল ইসলাম বলেন, “আমরা স্পষ্টভাবে দাবি জানাচ্ছি, চলতি মাসের ২৫ সেপ্টেম্বরের মধ্যেই জকসু নীতিমালা পাস করতে হবে।”
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জবি শিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, অফিস সম্পাদক ইব্রাহীম খলীল, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং ছাত্রকল্যাণ সম্পাদক মোহাম্মদ ফারুক।