Logo

ডাকসু নির্বাচন নিয়ে গুরুতর অভিযোগ তুললেন ভিপি প্রার্থী আবিদ

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২২ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:৪৭
30Shares
ডাকসু নির্বাচন নিয়ে গুরুতর অভিযোগ তুললেন ভিপি প্রার্থী আবিদ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ।

বিজ্ঞাপন

সোমবার (২২ সেপ্টেম্বর) মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ করেন।

আবিদ দাবি করেন, ভোটার চিহ্নিত করতে ব্যবহৃত মারকার পেন ছিল অস্থায়ী, ফলে একই ব্যক্তি একাধিকবার ভোট দিয়েছে কি না তা নিয়ে সংশয় রয়েছে। ব্যালট পেপার কোন প্রেস থেকে ছাপানো হয়েছে তাও প্রকাশ করা হয়নি। তার মতে, এসব অভিযোগ এতটাই স্পষ্ট যে আড়াল করার কোনো সুযোগ নেই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “এই নির্বাচনকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। চাইলে ছাত্রদল এ বিষয়ে বড় আন্দোলনে যেতে পারত, কিন্তু আমরা পূর্বের রাজনৈতিক সংস্কৃতি ভেঙে যথাযথ প্রক্রিয়া মেনে এগোচ্ছি।” নির্বাচনের দিন তিনি ব্যক্তিগতভাবে ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন। তবে লিখিতভাবে আপত্তি জানালেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা আমলে নেয়নি বলেও জানান আবিদ।

আবিদের অভিযোগ, নির্বাচনের চার দিন পর বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়—পোলিং এজেন্ট বাছাই প্রক্রিয়ায় অস্বচ্ছতা ছিল, যথাসময়ে আইডি কার্ড দেওয়া হয়নি এবং অনেক ক্ষেত্রে পোলিং এজেন্ট অনুপস্থিত অবস্থায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD