Logo

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই সেবা চালু

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৩৭
17Shares
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই সেবা চালু
ছবি: ক্যাম্পাস প্রতিনিধি

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছেন তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্য। তিনি এর আগেও তিতুমীর কলেজ ক্যাম্পাসে একাধিক সামাজিক কর্মকান্ড করে শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

জানা গেছে “আমার বাংলাদেশ” নামের এই ফ্রি ওয়াইফাই সেবাটি ক্যাম্পাসের পুরাতন বিজ্ঞান ভবনের নিচ তলায় গেটের পাশে লাগানো হয়েছে যা প্রায় সম্পূর্ণ ক্যাম্পাসেই ইন্টারনেট কাভারেজ দিচ্ছে। এতে একসঙ্গে এক শতাধিক ডিভাইস দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ক্যম্পাসের পুরাতন বিজ্ঞান ভবনের নিচ তলায় বারকোড স্ক্যানারসহ স্টিকার সাঁটিয়ে এ কার্যক্রম শুরু করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে নোবেল ইসলাম সূর্য বলেন, আমরা দেখেছি, অনেক শিক্ষার্থীর আবাস্থলে ওয়াফাইয়ের ব্যবস্থা থাকলেও ক্যাম্পাসে এরিয়ায় ইন্টারনেট সংকটের কারণে অনেক শিক্ষার্থী বিভ্রাটে পড়ে, প্রয়োজনে ঠিক মত যোগাযোগ করতে পারে না অনলাইনে সবার সঙ্গে। এ কারণে ক্যাম্পাসে আমরা শিক্ষার্থীদের সুবিধার জন্য একটা দ্রুতগতির ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছি যা থেকে ক্যাম্পাসের অধিকাংশ জায়গা থেকেই ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা উপকৃত হলেই এ উদ্যোগের সফলতা আসবে, শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে এর আগেও আমি একাধিক ছোট ছোট উদ্যোগ গ্রহণ করেছি বলে জানান তিনি।

অর্থনীতি বিভাগের ২০২০-২১ সেশনের একজন শিক্ষার্থী জানান, ‘এমন উদ্যোগের জন্য আমরা অত্যন্ত আনন্দিত। সেইসঙ্গে ছাত্রদলকে ধন্যবাদ জানাই এমন উদ্যোগ গ্রহণ করার জন্য।’ এর আগেও আমাদের হলের লিফটে দুটি ফ্যান দিয়েছেন ভাই (যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্য)।

বিজ্ঞাপন

ক্যাম্পাসের আরেক ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মাহফুজ বলেন, ক্যাম্পাসে এই প্রথম আমরা হাই রেন্জের একটা ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছি, এটা আমাদের উপকারে লাগবে। এর আগেও আমরা ছাত্রদল নেতা সূর্যকে শিক্ষার্থীদের সুবিধার্থে একাধিক উদ্যোগ নিতে দেখেছি, যা আমাদের খবুই ভালো লেগেছে। ছাত্রদলকে ধন্যবাদ জানাচ্ছি এমন সুন্দর ছোট ছোট উদ্যোগ নেওয়ার জন্য।

উল্লেখ, সরকারি তিতুমীর কলেজের ১০ তলা বিশিষ্ট নতুন অপরাজিতা ছাত্রী হলের লিফটে দীর্ঘ দিন ধরে ফ্যান না থাকায় তীব্র গরমের কষ্টে ভুগছিলেন হলের আবাসিক শিক্ষার্থীরা। এ সমস্যা সমাধান করার জন্য গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অপরাজিতা ছাত্রী নিবাসের লিফটে দুটি ফ্যান স্থাপন করেন তিনি। নিজস্ব উদ্যোগে সম্পূর্ণ কাজটি করেন নোবেল ইসলাম সূর্য।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD