গণভোটে ‘হ্যাঁ’ জয়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক প্রচারণায় অন্তর্বর্তী সরকার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’-কে বিজয়ী করতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংগঠিত ও পরিকল্পিত প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
বিজ্ঞাপন
এই উদ্যোগের অংশ হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তরুণ সমাজকে গণভোটে সক্রিয়ভাবে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন এলাকায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দলের বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচার কার্যক্রমের কাঠামো, সময়সূচি ও অঞ্চলভিত্তিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিজ্ঞাপন
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ছয়টি অঞ্চলে ভাগ করে প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হবে। অঞ্চলগুলো হলো— ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, ময়মনসিংহ ও সিলেট। প্রতিটি অঞ্চলে শিক্ষার্থীদের অংশগ্রহণে মতবিনিময় সভার মাধ্যমে গণভোটের গুরুত্ব ও ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গড়ে তোলার চেষ্টা করা হবে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এরপর ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে এবং ৩ ফেব্রুয়ারি রাজশাহী ও যশোর এলাকার শিক্ষার্থীদের সঙ্গে এসব সভা আয়োজন করা হবে।
বৈঠকে অধ্যাপক আলী রীয়াজ বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে তরুণ সমাজ বরাবরই পরিবর্তনের অগ্রভাগে থেকেছে। দীর্ঘদিন ধরে জাতির ওপর চেপে বসা স্বৈরশাসনের পতনেও তরুণদের সাহসী ভূমিকা ছিল নির্ণায়ক। তিনি বলেন, সেই তারুণ্যের সম্মিলিত শক্তির মাধ্যমেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও উল্লেখ করেন, স্বাধীনতার ৫৪ বছর পর জাতির সামনে একটি গণতান্ত্রিক, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার ঐতিহাসিক সুযোগ এসেছে। এই লক্ষ্য অর্জনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া তা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-তে ভোট দেওয়ার বিষয়ে তরুণ সমাজ যেন সাধারণ নাগরিকদের উদ্বুদ্ধ করতে পারে, সেই উদ্দেশ্যেই বিশ্ববিদ্যালয়গুলোতে এ মতবিনিময় সভাগুলোর আয়োজন করা হচ্ছে।
বিজ্ঞাপন
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ইউজিসি সদস্য অধ্যাপক তানজিমউদ্দীন খান, অধ্যাপক আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।








