Logo

বাবা–ছেলের দ্বন্দ্বে উত্তপ্ত, ইউরোপিয়ান ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২৫ জানুয়ারি, ২০২৬, ১৬:২৬
বাবা–ছেলের দ্বন্দ্বে উত্তপ্ত, ইউরোপিয়ান ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

রাজধানীর গাবতলিতে অবস্থিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি)-এ ট্রাস্টি বোর্ডের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের বিরোধকে কেন্দ্র করে অস্থিরতা তৈরি হয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাময়িকভাবে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২৪ ও ২৫ জানুয়ারি দুই দিন সরাসরি একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ের সব নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে শিক্ষার্থীদের ক্লাস অনলাইনে নেওয়া হবে বলে সিদ্ধান্ত জানানো হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এস. এম. জোবায়ের এনামুল করিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, অনিবার্য পরিস্থিতির কারণে সাময়িকভাবে সশরীরে ক্লাস বন্ধ থাকবে এবং পরীক্ষার নতুন সময়সূচি পরে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

তবে ভর্তি ও হিসাব বিভাগসহ প্রশাসনিক দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে। আগামী ২৭ জানুয়ারি থেকে পূর্বের নিয়মে সকল শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের নেতৃত্বকে ঘিরেই মূলত এই সংকটের সৃষ্টি। জানা যায়, গত বছর শিক্ষার্থীদের আন্দোলন ও নানা অভিযোগের প্রেক্ষিতে ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ান প্রফেসর ড. মকবুল আহমেদ খান। পরে তার স্থলাভিষিক্ত হন তার ছেলে আহমেদ ফরহাদ খান তানিম।

চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর তানিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। একই সঙ্গে ট্রাস্টি বোর্ডের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন সাবেক চেয়ারম্যান ড. মকবুল আহমেদ খান।

বিজ্ঞাপন

অন্যদিকে, বর্তমান চেয়ারম্যানের দাবি— নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বোর্ড গঠন করে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বৈধভাবেই পরিচালনা করছেন।

বিরোধ এক পর্যায়ে আদালত পর্যন্ত গড়ায়। এ বিষয়ে দায়ের হওয়া একটি মামলায় হাইকোর্ট গত বছরের ১৪ ডিসেম্বর ড. মকবুল আহমেদ খানকে একা ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেন। বয়সজনিত কারণে প্রয়োজনে একজন সহযোগী সঙ্গে রাখার সুযোগও দেওয়া হয়।

বিজ্ঞাপন

তবে সম্প্রতি তিনি বহিরাগত লোকজন নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেজর (অব.) আমিনুর রহমান বলেন, সাবেক চেয়ারম্যান দলবল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে অস্থিতিশীলতা সৃষ্টি করেছেন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতেই সাময়িকভাবে ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রশাসন। ঘটনার পরিপ্রেক্ষিতে রাজধানীর দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।

বিজ্ঞাপন

হঠাৎ এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন তারিখ কবে ঘোষণা করা হবে, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই নিয়মিত কার্যক্রমে দ্রুত ফিরে আসার চেষ্টা করা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD