সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার পর হঠাৎ করে উভয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একে অপরের বিরুদ্ধে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করে। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। সংঘর্ষের সময় সড়কের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচলেও সাময়িক বিঘ্ন ঘটে।
বিজ্ঞাপন
সংঘর্ষের সূত্রপাত কী কারণে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা যায়নি। তবে স্থানীয়রা ধারণা করছেন, পূর্বের কোনো বিরোধ বা সামান্য ঘটনাকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।








