Logo

সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ অনুমোদন

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২২ জানুয়ারি, ২০২৬, ১৭:৩৩
সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ অনুমোদন
ছবি: সংগৃহীত

রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগে গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে এই সিদ্ধান্তের খবর জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা কলেজসহ বিভিন্ন ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। দীর্ঘদিনের দাবির বাস্তবায়নে অগ্রগতি আসায় শিক্ষার্থীরা বিজয়োল্লাসে মেতে ওঠেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মো. মাহবুবুল হক পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করে জানান, উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়েছে। তবে অধ্যাদেশটি কবে আনুষ্ঠানিকভাবে জারি হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সূচি এখনও জানা যায়নি।

বিজ্ঞাপন

এদিন দুপুর আনুমানিক দুইটার দিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে ফোনের মাধ্যমে অধ্যাদেশ অনুমোদনের বিষয়টি ঢাকা কলেজের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের জানানো হলে সেখানে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। খবরটি নিশ্চিত হওয়ার পর শিক্ষার্থীরা স্লোগান দিয়ে নিজেদের আনন্দ প্রকাশ করেন এবং নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরেন।

ইডেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী স্মৃতি আক্তার জানান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার নিজেই টেলিফোনে শিক্ষার্থীদের অধ্যাদেশ অনুমোদনের সুখবর দিয়েছেন।

বিজ্ঞাপন

সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের ফলে এই অধ্যাদেশ অনুমোদনকে উচ্চশিক্ষা কাঠামোতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD