Logo

ডুয়েট আন্তঃহল ভলিবলে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন টিম ধূমকেতু

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২৩ জানুয়ারি, ২০২৬, ১৯:১৪
ডুয়েট আন্তঃহল ভলিবলে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন টিম ধূমকেতু
ছবি প্রতিনিধি।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে আন্তঃহল ভলিবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনালে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে কাজী নজরুল ইসলাম (কেএনআই) হলের টিম ধূমকেতু। টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে তারা ইতিহাস গড়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে টিম ধূমকেতু ২৪ হলের টিম গ্ল্যাডিয়েটরসকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয়। ম্যাচজুড়ে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা, গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বাস আর খেলোয়াড়দের প্রাণবন্ত লড়াই।

বিজ্ঞাপন

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। তিনি বিজয়ী ও অংশগ্রহণকারী সকল দলকে অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, জয়-পরাজয় খেলাধুলার অবিচ্ছেদ্য অংশ। পরাজয় থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই একজন ক্রীড়াবিদের প্রকৃত সাফল্য।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ মানসিকতা ও ইতিবাচক পরিবেশ গড়ে ওঠে, যা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে সহায়ক।

বিজ্ঞাপন

টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের মোট ১০টি দল অংশগ্রহণ করে। পরিচালক (শারীরিক শিক্ষা কেন্দ্র) অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই টুর্নামেন্ট ডুয়েটের ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD