Logo

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো মাদারবোর্ড রপ্তানি করলো ওয়ালটন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২০:০৮
4Shares
যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো মাদারবোর্ড রপ্তানি করলো ওয়ালটন
আমেরিকায় ওয়ালটনের প্রথম পিসিবিএ বা মাদারবোর্ড রপ্তানি কার্যক্রম উদ্বোধন করছেন অতিথিবৃন্দ।

বাংলাদেশের প্রযুক্তি খাতে নতুন ইতিহাস রচনা করলো ওয়ালটন। দেশের একমাত্র পিসিবি ও পিসিবিএ (মাদারবোর্ড) উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মাদারবোর্ড রপ্তানি শুরু করেছে।

বিজ্ঞাপন

এই বিশ্বমানের মাদারবোর্ড ব্যবহৃত হবে আমেরিকার আধুনিক সক্রিয় গানশট শনাক্তকরণ ও জরুরি উদ্ধারকাজ পরিচালনা সিস্টেমের গুরুত্বপূর্ণ সিকিউরিটি ডিভাইসে। মানুষের জীবন রক্ষায় সরাসরি ব্যবহৃত এমন নিরাপত্তা সরঞ্জামে ওয়ালটনের হার্ডওয়্যার যুক্ত হওয়া বাংলাদেশের জন্য এক বিশাল অর্জন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীতে ওয়ালটনের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে অবস্থিত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান সেফপ্রো টেকনোলজিস ইনকরপোরেশন (SAFEPRO Technologies Inc.) এর কাছে ২,৫০০-এর বেশি মাদারবোর্ড রপ্তানি করছে ওয়ালটন, যার বাজারমূল্য প্রায় ২.৫ মিলিয়ন টাকা। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে আমেরিকার স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কার্যকর নিরাপত্তা ডিভাইস সরবরাহ করে আসছে। এবার সেই ডিভাইসেই যুক্ত হচ্ছে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটনের মাদারবোর্ড।

ওয়ালটনের তৈরি এই উন্নতমানের পিসিবিএ দিয়ে যে বিশেষ ডিভাইস তৈরি হবে তা তাৎক্ষণিকভাবে অবৈধ শুটিং শনাক্ত, প্রতিরোধ, সতর্কতা জারি এবং দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হবে। ডিভাইসটি অডিও ও ভিজ্যুয়াল সংকেতের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নিতে সাহায্য করবে, যাতে ক্ষতিগ্রস্তদের নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমেদ তৈয়্যব। বিশেষ অতিথি ছিলেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। এছাড়া ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম অভি, ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচি ও এক্সেনটেকের এমডি আদিল হোসেন নোবেল উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন সেফপ্রো টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট পল এল. একারট।

প্রধান অতিথি ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, “যে দেশে সিলিকন ভ্যালি রয়েছে, সেই দেশে আমরা মাদারবোর্ড রপ্তানি করছি- এটি নিঃসন্দেহে ওয়ালটন ও বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক অর্জন।” তিনি আরও জানান, বর্তমানে গ্লোবাল পিসিবি ও পিসিবিএ বাজার প্রায় ৮০ বিলিয়ন মার্কিন ডলারের এবং আগামী কয়েক বছরে আরও ৩০ বিলিয়ন ডলার বাড়বে।

আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশ বাংলাদেশ থেকে উন্নত প্রযুক্তি পণ্য আমদানি করছে- এটি বাংলাদেশের প্রযুক্তি খাতের জন্য গর্বের বিষয়।

বিজ্ঞাপন

সেফপ্রোর প্রেসিডেন্ট পল এল. একারট ওয়ালটনের উদ্ভাবনী ক্ষমতা, মান এবং আস্থার প্রশংসা করে বলেন, ওয়ালটনের মাদারবোর্ড যুক্ত হওয়ায় তাদের নিরাপত্তা ডিভাইসের মান আরও বেড়ে যাবে।

ওয়ালটন চেয়ারম্যান এস এম রেজাউল আলম জানান, বাংলাদেশে তৈরি পিসিবি ও পিসিবিএ ইতোমধ্যে দেশের বাজার ছাড়াও গ্রিসসহ বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে। এই উৎপাদন একদিকে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে, অন্যদিকে রপ্তানি আয় বাড়িয়ে দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখছে।

অনুষ্ঠানে ওয়ালটনের পরিবেশবান্ধব দুটি নতুন মডেলের তাকিওন ই-বাইকও উন্মোচন করা হয়। শক্তিশালী মোটর, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং স্বল্প খরচে চলাচলের সুবিধাসম্পন্ন এই ই-বাইক নগর ও গ্রামীণ জীবনে স্মার্ট পরিবহন ব্যবস্থার নতুন সংযোজন হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD