ইপিবির ভাইস-চেয়ারম্যান পদে যোগ দিলেন মোহাম্মদ হাসান আরিফ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ রপ্তানি উন্নয়ন ব্যুরোতে (ইপিবি) ভাইস-চেয়ারম্যান (প্রধান নির্বাহী) পদে যোগদান করেছেন।
বিজ্ঞাপন
তিনি গত সোমবার (১৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
ইপিবিতে যোগদানের আগে মোহাম্মদ হাসান আরিফ অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) প্রশাসন ও মধ্যপ্রাচ্য উইং এবং আমেরিকা ও জাপান উইং–এর অনুবিভাগ প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
দেশের রপ্তানি বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে তার রয়েছে উল্লেখযোগ্য অবদান। তিনি টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি)-এ বাংলাদেশের অল্টারনেট গভর্নর হিসেবেও কাজ করেছেন।
বিজ্ঞাপন
এছাড়া তিনি বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াকফ (IsDB-BISEW), ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্স (IPF), এসএমই ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বোর্ডে এবং মন্ত্রণালয় ও সরকারি সংস্থায় সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
মোহাম্মদ হাসান আরিফ ১৯৯৯ সালে ১৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগ দেন এবং দেশের মাঠ প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জাপান সরকারের জেডিএস স্কলারশিপের আওতায় ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি জেডিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন–এর সভাপতি।
রপ্তানি বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, চীন, থাইল্যান্ড, ভারতসহ একাধিক দেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি সরকারি দায়িত্বে জার্মানি, যুক্তরাজ্য, অস্ট্রিয়া, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, সৌদি আরব, মালয়েশিয়া, আলজেরিয়া, পাপুয়া নিউগিনি, পালাউসহ বহু দেশ সফর করে আন্তর্জাতিক আমদানি-রপ্তানি, বিনিয়োগ ও অর্থনীতি বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি একজন সার্টিফাইড পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ প্রফেশনাল (CP3P)।
বিজ্ঞাপন