Logo

বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেডের সেলস মিট ২০২৫ অনুষ্ঠিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৫৪
4Shares
বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেডের সেলস মিট ২০২৫ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক সেলস মিট ২০২৫ সম্প্রতি কক্সবাজারের একটি স্বনামধন্য হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বাজারে মাত্র দুই বছরের পথচলায় ব্র্যান্ডটি ইতিমধ্যেই শক্তিশালী অবস্থান তৈরি করেছে। এ ধারাবাহিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে এবং ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে আয়োজন করা হয় এই সেলস মিট।

“ফুরফুরে মনে একসাথে, চলো সফলতার পথে”—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত মিলনমেলায় অংশ নেন প্রতিষ্ঠানের সেলস ও মার্কেটিং টিমের সদস্যরা, শীর্ষ কর্মকর্তারা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধিরা।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে চিফ অপারেটিং অফিসার (COO), SBG, শাহেদ জাহিদ বলেন, “বসুন্ধরা গ্রুপ সবসময় দেশ ও মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বসুন্ধরা টয়লেট্রিজও গুণগতমানসম্পন্ন পণ্য মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর প্রভাব থাকলেও দেশীয় ব্র্যান্ডের অগ্রগতি স্পষ্ট। সঠিক কৌশল গ্রহণের মাধ্যমে বাজারে আরও বড় অংশ দখল সম্ভব। এই সেলস মিট কেবল লক্ষ্য নির্ধারণের জন্য নয়, বরং টিম স্পিরিট, মোটিভেশন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।”

বিজ্ঞাপন

এছাড়া সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (SBG), মোস্তাফিজুর রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, “আমরা টয়লেট্রিজ চ্যানেলের প্রবৃদ্ধিতে আরও গুরুত্ব দিতে চাই। গ্রাহকের আস্থা ও সন্তুষ্টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মানসম্মত পণ্য নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য।”

দিনব্যাপী এই আয়োজনে ছিল কর্মশালা, টিম বিল্ডিং কার্যক্রম, ভবিষ্যৎ কৌশল নির্ধারণ এবং অনুপ্রেরণামূলক আলোচনা। অনুষ্ঠান শেষে সেরা কর্মীদের সম্মাননা প্রদান করা হয়।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD