সনি-র্যাংগসের ‘ইয়ার এন্ড সেলস–নিউ ইয়ার অফার’ ক্যাম্পেইনের উদ্বোধন

বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান সনি-র্যাংগস ঢাকার বাংলামোটরে অবস্থিত নিজস্ব শোরুমে আনুষ্ঠানিকভাবে “ইয়ার এন্ড সেলস–নিউ ইয়ার অফার” ক্যাম্পেইনের উদ্বোধন করেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সোনারতরী টাওয়ার, ১২ সোনারগাঁও রোড, বাংলামোটর, ঢাকা-এ অবস্থিত সনি-র্যাংগস শোরুমে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
এই ক্যাম্পেইনে বরাবরের মতোই সেরা মানের ইলেকট্রনিক্স পণ্যের নিশ্চয়তার পাশাপাশি থাকছে আকর্ষণীয় অফার, ফ্রি গিফট ও বিশেষ ডিসকাউন্ট। এবারের বিশেষ আকর্ষণ হিসেবে ক্রেতারা নিজ হাতে ডিজিটাল হুইল ঘুরিয়ে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় পাচ্ছেন।
বিজ্ঞাপন
ক্রেতা নিজের পছন্দের পণ্যের ইনভয়েস সংক্রান্ত তথ্য মনিটরের পর্দায় দেখার পর তাৎক্ষণিকভাবে নিজ হাতে ডিজিটাল হুইলটি ঘুরাতে পারবেন। হুইলটিতে মোট ১৬টি ডিসকাউন্ট অপশন রয়েছে। হুইল ঘুরে তীর যেই ঘরে গিয়ে থামবে, সেই পরিমাণ অর্থ ছাড় দিয়ে ক্রেতা পণ্যটি কিনতে পারবেন। এখানে ভাগ্যের ওপর নির্ভর করার সুযোগ নেই, কারণ প্রতিটি ক্রেতাই নিশ্চিতভাবে কোনো না কোনো ডিসকাউন্ট পাচ্ছেন।
‘ভাগ্যকে নিশ্চিত জয়ের আনন্দ’ দিতে আয়োজিত এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন সনি-র্যাংগস-এর সম্মানিত ভাইস চেয়ারপারসন মিসেস সাচিমি হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিজ্ঞাপন
উদ্বোধনের দিন থেকেই দেশব্যাপী সনি-র্যাংগসের সব শোরুমে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এই “ইয়ার এন্ড সেলস–নিউ ইয়ার অফার” ক্যাম্পেইন চলবে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
উল্লেখ্য, গত ৪০ বছর ধরে র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড সুনাম ও বিশ্বস্ততার সঙ্গে বিশ্বখ্যাত ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশের বাজারে সরবরাহ করে আসছে।








