জীবননগরে ফেন্সীডিলসহ মাদকব্যবসায়ী গ্রেফতার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


জীবননগরে ফেন্সীডিলসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে পৌর এলাকার আঁশতলাপাড়া থেকে ফেন্সীডিলসহ মাদকব্যবসায়ী শরিফুলকে গ্রেফতার করেছেন পুলিশ।শরিফুল ইসলাম(৪০) পৌর এলাকার আঁশতলাপাড়ার মৃত আব্দুর রউফের পুত্র।

থানা পুলিশ সুত্র থেকে জানা গেলে,জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল খালেকের নেতৃত্বে এসআই সিদ্ধার্থ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে । সোমবার সন্ধ্যায় পৌর এলাকার আঁশতলা পাড়ার মৃত রউফের বাড়িতে অভিযান পরিচালনা করে তার ছেলে মাদকব্যবসায়ী শরিফুল ইসলামকে আটক করে তার দেয়া তথ্য মতে বসত বাড়ির রান্না ঘরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৪০ বোতল ফেন্সীডিল উদ্ধার করেন।

এব্যাপারে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে শরিফুল ইসলামের বেরুদ্ধে এক‌টি মামলা রুজু হয়েছে ।

আরএক্স/