পতিত জমিতে পড়ে ছিল যুবকের গলাকাটা মরদেহ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল টেকিপাড়া আমান উল্লাহ আমান (২৫) নামে এক যুবক খুন হয়েছে। দুর্বত্তরা ধারালো চাকু দিয়ে গলায় আঘাত করে হত্যা করেছে বলে জানা যায়।
মঙ্গলবার (২৬ জুলাই) পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ ও পরিবারের লোকজন জানায়, আমান উল্লাহ বাবার অবাধ্য নেশাখোর ছেলে। প্রতিদিন বিকেলে বাড়ি থেকে নেশার জন্য বের হয়। সোমবার বিকেলে বাড়ি থেকে বের হলে ঐ রাতে আর বাড়ি ফিরেনি। ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ৯৯৯ -এ ফোনের সংবাদে এস আই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার সকালে বাড়ির পাশের এলাকা ধামর টেকিপাড়া ডাঃ মোসলেম উদ্দিনের পতিত জমি থেকে পুলিশ লাশ উদ্দার করেছে। পুলিশের ধারনা সোমবার গভীর রাতে কে বা কারা আমান উল্লাহকে গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যার পর ফেলে চলে যায়।
ফুলবাড়িয়া থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম জনবাণীকে বলেন, “আমান উল্লাহ থানার চার্জশিটভুক্ত একজন আসামী এবং নেশাখোর ছেলে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা খুন করছে তা জানা যায় নি, তদন্ত চলছে।”
এসএ/