মানিকগঞ্জে প্রমীলা-নজরুলের বসত ভিটা রক্ষার দাবিতে মানববন্ধন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মানিকগঞ্জে প্রমীলা-নজরুলের বসত ভিটা রক্ষার দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জে প্রমীলা-নজরুলের বসত ভিটা রক্ষার দাবিতে মানববন্ধন, লিফলেট বিতরণ ও স্মারকলিপি প্রদান করেছে প্রমীলা নজরুল স্মৃতি সংরক্ষণ পরিষদ।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এসময় শহীদ রফিক সড়কে বিতরণ করা হয় লিফলেট। বাস্তভিটা রক্ষার দাবিতে এর পর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবার একটি স্মারক লিপি প্রদান করে সংগঠটি।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মিয়াজান কবীর, সিনিয়র সহ-সভাপতি মসলেহ উদ্দীন খান মজলীস, নাট্যব্যাক্তিত্ব তাপস সরকার, জেলা জাসদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, শিক্ষাবীদ আবুল ইসলাম শিকদার, নারী নেত্রী মুক্তিযোদ্ধা রেখা রানী গুন। সমাজ সেবক মো: সামছুল আলম, লায়ন মোমিন মেহেদী সহ অন্যান্যরা।

মানিকগঞ্জের তেওতায় কবি নজরুল পত্নী প্রমিলার জন্মভিটাটি বেহাত করে তাদের উত্তরসূরীদের বঞ্চিত করা হচ্ছে। এই সম্পত্তি রক্ষা করে নজরুল-প্রমিলার স্মৃতি সংরক্ষনের দাবি জানানো হয় মানববন্ধনে।

এসএ/