প্রকাশ্যে কৃষককে কুপিয়ে হত্যা, আটক ৫
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ভোলার চরফ্যাসন উপজেলার মুজিবনগর ইউনিয়নে জমিজমা বিরোধের জের ধরে নুরু খাঁ (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত নুরু খাঁ উপজেলার মুজিবনগর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের মৃত আলী আহমদ খাঁর ছেলে।
এ ঘটনায় আহত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন নিহতের ছেলে নোমান খাঁ (২২) ও একই এলাকার হারুন খাঁর ছেলে রাসেল খাঁ (১৮)।
সোমবার দিবাগত রাত সাড়ে ৮টায় চরফ্যাসনের সীমান্তবর্তী এলাকা গলাচিপার মান্নান ভূঁইয়া সুইজগেট বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে সুমন খাঁ বাদী হয়ে ৩০ জনকে আসামী করে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের মধ্যে সুমন সরদার আমির হোসেন ভুট্টো, ফরহাদ, জুয়েল ও নরুন নাহারকে আটক করেছে পুলিশ।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জনবাণীকে বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট স্থানান্তর করা হয়েছে। চরের খাস জমির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে। ৩০ আসামির মধ্যে ৫ জনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এসএ/