বেড়ায় লক্ষাধিক টাকার জাল ধ্বংস, জেল ও জরিমানা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বেড়ায় লক্ষাধিক টাকার জাল ধ্বংস, জেল ও জরিমানা

পাবনা বেড়া উপজেলার বনগ্রাাম এলাকায় বিপুল পরিমান অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা.সবুর আলীর নির্দেশনায় সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় বেড়া পৌরসভার ২ নং ওর্য়াডের বনগ্রাম উত্তর এলাকায় অবৈধ চায়না দুয়ারি জাল তৈরির কারখানায় ও কারখানার মালিকের বাসভবনে অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমান অবৈধ চায়না দুয়ারী জাল ও  অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। তাৎক্ষনিক মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত লক্ষাধিক টাকার জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করে ফেলার নির্দেশ দেন। 

কারখানার মালিক এবং পাইকারি কারেন্ট জাল ব্যবসায়ি বিশ্বনাথ হালদার (৪০) (স্থানীয়দের কাছে বিশ্বজিৎ হালদার নামে পরিচিত) পিতা মৃত পরেশ চন্দ্র হালদার মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারায় নগদ পাঁচ হাজার টাকা ও ১ বছরের বিনাশ্রম কারাদন্ড( উভয়দন্ড ) প্রদান করেন। 

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,বেড়া উপজেলা প্রশাসন অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার এবং সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এসএ/