সিজার ছাড়াই একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন লাবণী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ময়মনসিংহের ভালুকার লাভনী (২৫) নামের এক গৃহবধূ সিজার ছাড়াই একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। স্বাভাবিক প্রসবে ১ কন্যা ও ৩ পুত্র সন্তান জন্ম দেন তিনি।
অন্তসত্ত্বা লাবণীকে গত সোমবার ঢাকায় আদদীন হাসপাতালে চেকআপ করানোর জন্য নিয়ে গেলে তার প্রসব ব্যথা অনুভব হয়। এর কিছুক্ষণের মধ্যে প্রথমে ১টি মেয়ে পরে আরও ৩ পুত্র সন্তান প্রসব করেন তিনি।
৪ সন্তানের জনক মিজানুর রহমান (২৮) শিল্পাঞ্চল খ্যাত হবিরবাড়ীর জামিরদিয়ার মোদি দোকানী।
তিনি জানান, “তাঁর স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার সেদিন নিয়মিত চেকআপের জন্য চিকিৎসকের কাছে গিয়েছিল। কিন্তু ওই সময় লাবণী আক্তার প্রসব ব্যথা অনুভব করেলে ওই হাসপাতালে সিজার ছাড়াই স্বাভাবিকভাবে চার সন্তানের জন্ম দেয়।”
নবজাতকদের বাবা মিজান আরও বলেন, “অপ্রাপ্ত বয়সে ওরা জন্ম নেওয়ায় ওইদিন রাতেই তাদেরকে লং লাইফ হাসপাতালের এনআইসিইউতে নেওয়া হয়। তবে বতর্মানে বাচ্চাদের অবস্থা ভাল নেই। এখন আল্লাহ্ যা করেন। আমার সন্তানদের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।”
প্রসঙ্গত, নবজাতকদের বাবা মিজানুর রহমান ও লাবণী দম্পতির সংসারে মো. আব্দুল্লাহ নামের পাঁচ বছর বয়সী আরেকটি ছেলে সন্তান রয়েছে।
এসএ/