শেখ হাসিনাকে নিয়ে মিশরীয় লেখকের উপন্যাস ‘ডিভাইন ডেসটিনি’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


শেখ হাসিনাকে নিয়ে মিশরীয় লেখকের উপন্যাস ‘ডিভাইন ডেসটিনি’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর লেখা উপন্যাস ‘ডিভাইন ডেসটিনি- দ্য লেজেন্ড অব আ ফাদার, এ ডটার অ্যান্ড আ হলি বন্ড’ বাংলাদেশের বাজারে এসেছে। উপন্যাসটি লিখেছেন মিশরীয় লেখক ও সাংবাদিক মোহসেন আরিশি।

এতে বলা হয়, ডিভাইন ডেসটিনি উপন্যাসে মহাকাব্যিক স্বাদ রয়েছে। উপন্যাসে উল্লেখ করা হয়েছে যে বঙ্গবন্ধু যখন কারাগারে ছিলেন, শেখ হাসিনার মা তাকে বিভিন্ন ধরনের বই সরবরাহ করেছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খ্যাতনামা প্রকাশনা সংস্থা অনিন্দ্য প্রকাশ এটি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ডিভাইন ডেসটিনি- দ্য লেজেন্ড অফ আ ফাদার, আ ডটার অ্যান্ড আ হলি বন্ড’ উপন্যাসে মহাকাব্যিক স্বাদ রয়েছে। উপন্যাসে উল্লেখ করা হয়েছে, বঙ্গবন্ধু যখন কারাগারে ছিলেন, উপন্যাসের চরিত্র শেখ হাসিনার মা তাকে বিভিন্ন ধরনের বই সরবরাহ করেছিলেন। সেই পরিস্থিতি ব্যাখ্যা করার পর লেখক একটি বিশুদ্ধ রসবোধ সঞ্চার করেন। যেমন- বাড়িতে রান্না করা খাবারের চেয়ে বন্দির (বঙ্গবন্ধু) কাছে বই ছিল বেশি পছন্দনীয়।

‌‌‌‌ ‌‌বইটির আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে মোহসেন আরিশি শুক্রবার (২৯ জুলাই) বাংলাদেশে পৌঁছানোর কথা  রয়েছে,।

আরএক্স/