জবিতে ভুল কেন্দ্রে এসেও পরীক্ষার সুযোগ পেলেন ৮০ শিক্ষার্থী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


জবিতে ভুল কেন্দ্রে এসেও পরীক্ষার সুযোগ পেলেন ৮০ শিক্ষার্থী

দ্বিতীয়বারের মত দেশের ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। 

শনিবার (৩০ জুলাই) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বিজ্ঞান বিভাগ 'এ' ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হয় গুচ্ছ পরীক্ষা। অন্য কেন্দ্রের শিক্ষার্থীরা ভুলক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলে আসলে তাদের পরীক্ষা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্য কেন্দ্র থেকে আসা প্রায় ৮০জন শিক্ষার্থীকে জবিতে পরীক্ষার সুযোগ দেওয়া হয়।

এদিন দেশের ১৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা হয়। সারা দেশে প্রায় ১ লাখ ৬১ হাজার শিক্ষার্থীর অংশ নেয়ার কথা। ঢাকার মধ্যে ৮টি কেন্দ্রে প্রায় ৬৪ হাজার ৪৫৮জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রায় ১২ হাজার শিক্ষার্থীর পরীক্ষা নেয়া হয়।

সকাল থেকেই দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটক দিয়ে শিক্ষার্থীদের প্রবেশের চিত্র। বিশ্ববিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ফটক এবং পোগোজ স্কুলের ফটক দিয়ে শিক্ষার্থীরা প্রবেশ করে।

সরেজমিনে দেখা যায়, সার্বিক শৃঙ্খলা রক্ষায় যথেষ্ট তৎপর ছিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউটস, রেঞ্জার ইউনিটসহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন গুলো পরীক্ষার্থীদের সহায়তায় কাজ করেছে৷ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশেপাশে মোতায়েন ছিল পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য।

ক্যাম্পাসে আরো দেখা যায়, পরীক্ষা শুরু হওয়ার ২০মিনিট, ৩০ মিনিট পরে আসলেও হলে প্রবেশ করতে দেয় প্রশাসন। পুরান ঢাকার যানজটের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ভুক্তভোগী একাধিক পরীক্ষার্থী জানান, “ওয়েবসাইটে কেন্দ্র চেক করার বিষয়টি জানা ছিল না তাদের। ফলে কেন্দ্র বাছাইয়ের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্ণয় করায় তারা উপস্থিত হন ভুল কেন্দ্রে। তবে পরীক্ষার সুযোগ পেয়ে খুশি তারা।”

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মোস্তফা কামাল বলেন, “আমরা পরীক্ষা সুষ্ঠুভাবে নিতে যথেষ্ট তৎপর ছিলাম। যেকোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য যথেষ্ট পরিমাণ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা রেখেছি।”

হল পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, “গুচ্ছ ভর্তি পরীক্ষায় গতবার যে অসংগতি ছিল তা এবার কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। খুবই শান্তিপূর্ণ ভাবে এবার আমরা পরীক্ষা নিতে সক্ষম হয়েছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা লক্ষ্য করা যায়নি। শিক্ষার্থীদের সহায়তায় যানজট নিরসনে পুলিশ, সিটি করপোরেশনের সহায়তা নিয়েছি।”

উল্লেখ্য যে, দ্বিতীয়বারের মত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে গুচ্ছ পরীক্ষা। আগামী ১৩ অগাস্ট ‘বি’ ইউনিট এবং ২০ আগস্ট ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসএ/