বানিয়াচংয়ে ২ বারের সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বানিয়াচংয়ে ২ বারের সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা জামায়াতে ইসলামীর অন্যতম নেতা ও ৩ নং দক্ষিণ পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক ২ বারের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (৩১ জুলাই) রাত ৮ টায় স্থানীয় গ্যানিংগঞ্জ বাজার থেকে বানিয়াচং থানার এস আই সন্তোষ কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

সূত্র জানায়, রোববার আছরের নামাজের পড় স্থানীয় বড়বাজারে নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে ঝটিকা মিছিল করে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা। এরপর থেকে পুলিশ দলটির নেতাদের গ্রেফতারে মরিয়া হয়ে ওঠে। অবশেষে রাত ৮ টায় ওই শীর্ষ নেতাকে গ্রেফতারে সক্ষম হয় পুলিশ। 

এদিকে বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব জনবাণীকে জানিয়েছেন, ‍“গত ৫ মে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জমান খান ধন মিয়া বনাম মুক্তিযোদ্ধা সালাম খানের পুত্র অ্যাডভোকেট নজরুল ইসলাম খানের মধ্যে সংঘর্ষের সময় কয়েকজন পুলিশ আহত হন। ওই সময়কার পুলিশ এসল্ট মামলায় হাবিবুর রহমানকে আটক করা হয়েছে।”

এসএ/