বোনের জন্য ওষুধ কিনতে গিয়ে প্রাণ হারাল ভাই


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৩২ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫


বোনের জন্য ওষুধ কিনতে গিয়ে প্রাণ হারাল ভাই
ছবি: প্রতিনিধি

শেরপুরে বোনের জন্য ওষুধ কিনতে গিয়ে ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষে আশিক মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।


বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সদর উপজেলার ৯নং চরমোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত আশিক শেরপুর জেলার সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর গ্রামের বাদল মিয়ার ছেলে।


আরও পড়ুনঋণের চাপে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন শিক্ষক


স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে বোনের জন্য ওষুধ কিনতে মোটরসাইকেল নিয়ে আশিক নন্দির বাজার যাচ্ছিলেন। পথে কেন্দুয়ারচর এলাকার পাকা সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান আশিক।


স্থানীয় ইউপি সদস্য সাজু মিয়া জানান, রাত ১১টার দিকে একজন দোকানদার নন্দির বাজার যাওয়ার পথে রাস্তায় লাশ পড়ে থাকতে দেখে খবর দেয়। ধারণা করা হচ্ছে, ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। যেখানে লাশ ছিল সেখানে কাঠের কিছু আসবাবপত্র পড়ে থাকতে দেখা গেছে।


শেরপুর সদর থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষে আশিকের মৃত্যু হয়েছে।


এসএ/