নেত্রকোণায় হামলা পাল্টা হামলায় নিহত ২, আহত ৩
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৩৭ পিএম, ৩১শে আগস্ট ২০২৫

নেত্রকোণা সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে পাল্টাপাল্টি হামলায় সাবেক এক ইউপি সদস্যসহ দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (৩০ আগস্ট) রাতে নেত্রকোণা সদর উপজেলায়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া ও নূর মোহাম্মদ। তারা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: এবার নুরকে রাষ্ট্রপতির ফোন, দিলেন যে আশ্বাস
পুলিশ জানায়, শনিবার (৩০ আগস্ট) রাতে সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া জেলা বিএনপি’র কাউন্সিল থেকে ফেরার পথে প্রতিপক্ষ রফিকের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে রফিকের গ্রামের বাড়িতে হামলা চালায় দোজাহান মেম্বারের লোকজন। এসময় নূর মোহাম্মদ নামে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। এছাড়া আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান ওসি।
এসএ/