কচুরিপানার নিচ থেকে কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:২৫ পিএম, ২৭শে আগস্ট ২০২৫


কচুরিপানার নিচ থেকে কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে তিন দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশে নিচু জমির কচুরিপানার ভেতর থেকে মাইমুনা খাতুন (১৪) বছর বয়সী সপ্তম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।


মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নালিতাবাড়ী সদর ইউনিয়নের ভালুকাকুড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোরী ওই গ্রামের মফিজুল ইসলামের মেয়ে এবং স্থানীয় কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।


থানা পুলিশ সুত্র জানায়, গত শনিবার দুপুরের পর থেকে বাড়ি থেকে নিখোঁজ হয় মাইমুনা খাতুন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে রোববার নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়রি করেন।


আরও পড়ুনপূর্ব সুন্দরবনে দুই হরিণ শিকারি আটক


এদিকে, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে থাকা একটি নিচু জমি থেকে দুর্গন্ধ বের হচ্ছে বলে অনুমান করেন স্থানীয় লোকজন। পরে ওই স্থানে গেলে কচুরিপানার ভেতরে বিবস্ত্র অবস্থায় মাইমুনার অর্ধগলিত মরদেহ দেখতে পান তারা। মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই মরদেহটি উদ্ধার করে।


নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কিশোরী হত্যাকাণ্ডের তাৎক্ষণিকভাবে কোনো কারণ জানা সম্ভব হয়নি। তবে ঘটনার তদন্তকাজ চলমান রয়েছে। একইসঙ্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও ঘটনার তদন্তকাজ শেষে এর প্রকৃত কারণ জানা যাবে।


এসএ/