এনসিপির কমিটি থেকে একযোগে ১৫ নেতার পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৫ পিএম, ২০শে আগস্ট ২০২৫

শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি থেকে একযোগে ১৫ জন নেতা পদত্যাগ করেছেন। এর মধ্যে আছেন পাঁচজন যুগ্ম সমন্বয়কারী ও ১০ জন সাধারণ সদস্য।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে নকলা সরকারি হাজি জালমামুদ কলেজ রোডের একটি বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ পদত্যাগের ঘোষণা দেন তারা।
আরও পড়ুন: মাদারগঞ্জে পুলিশের ওপর হামলা করে ইয়াবা কারবারিকে ছিনতাই, গ্রেপ্তার ৪
পদত্যাগী যুগ্ম সমন্বয়কারীরা হলেন- মো. মমিনুল ইসলাম আরব, মনিরুল ইসলাম মনির, সিরাজুল ইসলাম সোহাগ, রাশিদুল জামান রাসেল ও জসীম উদ্দীন। আর সদস্য হিসেবে পদত্যাগ করেছেন- মো. দেলোয়ার হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, সোহাগ মোল্লা, আল আমিন মিয়া, রতন মিয়া, নাজমুল হাসান, সুমন মিয়া, আরিফ মিয়া ও সাদেকুল ইসলাম শান্ত।
পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, সম্প্রতি ঘোষিত উপজেলা সমন্বয় কমিটি “অযোগ্য, অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য” প্রধান সমন্বয়কারীর নেতৃত্বে গঠিত হওয়ায় তারা কমিটিকে প্রত্যাখ্যান করেছেন। এ বিষয়ে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত পদত্যাগপত্রও পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভালুকায় বিপুল পরিমাণ মদসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
যুগ্ম সমন্বয়কারী মমিনুল ইসলাম আরব অভিযোগ করেন, “প্রধান সমন্বয়কারী অযোগ্য ব্যক্তি। তার বিরুদ্ধে শহীদ পরিবারের কাছ থেকে টাকা নেওয়া ও শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। এসব কারণে আমরা পদত্যাগ করেছি।”
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির শেরপুর জেলা কমিটির ১ নম্বর সমন্বয়কারী আলমগীর কবির জানান, বিষয়টি ফেসবুকে জেনেছেন। ইতোমধ্যে বিভাগীয় কমিটির সঙ্গে আলোচনা হয়েছে। জেলা কমিটি বসে বিষয়টি মূল্যায়ন করবে এবং পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
আরও পড়ুন: শেরপুরে উপজেলা প্রশাসনের মোড়ক উন্মোচন ও পুষ্পস্তবক অর্পণে আ.লীগ নেতা!
উল্লেখ্য, গত ১০ আগস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে হুমায়ুন কবির আকাশকে প্রধান সমন্বয়কারী করে ৩২ সদস্য বিশিষ্ট নকলা উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

মাদারগঞ্জে পুলিশের ওপর হামলা করে ইয়াবা কারবারিকে ছিনতাই, গ্রেপ্তার ৪

ভালুকায় বিপুল পরিমাণ মদসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

শেরপুরে উপজেলা প্রশাসনের মোড়ক উন্মোচন ও পুষ্পস্তবক অর্পণে আ.লীগ নেতা!

জামালপুরে শহিদ সাফওয়ান আখতার সদ্য'র সমাধিতে শ্রদ্ধা নিবেদন
