মদনে ভূতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহকরা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:১০ পিএম, ২৭শে আগস্ট ২০২৫


মদনে ভূতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহকরা
ছবি: প্রতিনিধি

নেত্রকোনার মদনে পল্লী বিদ্যুতের অতিরিক্ত বিলের কারণে প্রায়ই হয়রানির শিকার হচ্ছেন সাধারণ গ্রাহকরা। অনেকের আবার গুনতে হচ্ছে জরিমানা। এদিকে গ্রাহকরা বিলের কাগজ সঙ্গে নিয়ে জরুরি কাজ ফেলে পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে অভিযোগ করেন। এতে কোনো সুফল পাচ্ছেন না গ্রাহকরা।


ভূতুড়ে বিল নিয়ে আসা একজন গ্রাহক তিয়শ্রী ইউনিয়নের বৈঠাখালী গ্রামের মৃত আব্দুল আজিজজের ছেলে সানাজুল ইসলাম। তার আবাসিক মিটারে জুলাই মাসের বিল এসেছিল ৬শ’ টাকা, কিন্তু আগষ্ট মাসে বিল এসেছে ১৮ হাজার ৫০০ হাজার টাকা। একই গ্রামের ওয়াজেদ মিয়ার ছেলে শমশের আলীর জুলাই মাসের বিল আসে ৫১৩ টাকা আগষ্ট মাসে হয়ে যায় ৭ হাজার ৯৮২ টাকা।


আরও পড়ুনপূর্ব সুন্দরবনে দুই হরিণ শিকারি আটক


এ বিষয়ে ভুক্তভোগী গ্রাহক শমশের মিয়া, সানাজুল ইসলাম ও গোলাম রসুল খান বলেন, আমার নামের মিটারে আমি বিল পরিশোধ করে থাকি। আগষ্ট মাসের বিল দেখে আমি হতবাক হয়েছি। এ রকম ভুল তারা কীভাবে করে। তবে আমরা বাড়ির কাজ কর্ম ফেলে বুধবার (২৭ আগস্ট) উপজেলা অফিসে ডিজিএম স্যারের নিকট আসলাম। এসে স্যারকে পাইনি। অফিসের লোকজন বলছে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দেয়ার জন্য।


শুধু শমশের মিয়া, সানাজুল ইসলাম ও গোলাম রসুল খানই নন, সম্প্রতি এভাবে হয়রানির শিকার হচ্ছেন মদন উপজেলার একাধিক সাধারণ গ্রাহক। ফলে পল্লী বিদ্যুতের দায়িত্বশীল কর্মচারীদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ।


মিটার রিটার কাম মেসেনজার রাদিন বলেন, ইউনিটে যা ছিল তাই আমি নিয়ে এসেছি। এতে আমার কোনো ভুল ছিল না।


নেত্রকোনার মদন পল্লী বিদ্যু সমিরি ডিজিএম মো: রফিকুল ইসলাম তার মোবাইল ফোনে জানান, আমি ছুটিতে আছি। তবে এমন অভিযোগ থাকলে তদন্ত করে সংশোধনের ব্যবস্থা নেয়া হবে।


এ ব্যাপারে নেত্রকোনা পল্লী বিদ্যুতের জিএম আকরাম হোসেন বলেন, বিদ্যুতের মিটারের রিডিং যদি সঠিক থাকে তাহলে আমাদের করার কিছুই নেই। আর মিটারের রিডিং এ যদি কোনো সমস্যা থাকে তা তদন্ত করে দেখব।


এসএ/