ফুলবাড়ীয়ায় প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধিতে প্রস্তাবিত গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:১১ পিএম, ২৯শে আগস্ট ২০২৫

সাইফুল ইসলাম তরফদার: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আল আমিন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত শিক্ষা সংস্কৃতি উন্নয়ন ও বাস্তবায়ন উপ কমিটির উদ্যোগে প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধিতে প্রস্তাবিত গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আনুষ্ঠানিক ফিতা কাটেন আল আমিন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী ও এলাকার সচেতন মহল।
প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের এমন মহৎ উদ্যোগের ফলে খুশি বর্তমান শিক্ষার্থীরা। তারা বলেন, গেইট নির্মাণের ফলে স্কুলের পরিবেশগত ভারসাম্য বজায় থাকবে। বিদ্যালয়টি ১৯৬৬ সালে এলাকাবাসী প্রতিষ্ঠিত।
আরও পড়ুন: রাস্তার পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার
বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের এমন কার্যক্রমে গর্বিত তারা। এসময় শিক্ষকরা সাবেক শিক্ষার্থীদের গেইট নির্মাণের পাশাপাশি ভবিষ্যতের জন্য বিদ্যালয়ের উন্নয়নকে স্বাগত জানান।
প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীর ও উপ পুলিশ পরিদর্শক মো: ছাইফুল ইসলাম বলছেন, প্রাণের প্রতিষ্ঠান আল আমিন উচ্চ বিদ্যালয়ে গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে তারা আনন্দিত। এছাড়াও স্কুলটির ভবিষ্যৎ উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপ পুলিশ পরিদর্শক মো: সাইফুল ইসলাম, পীযূষ কুমার সূত্রধর, আব্দুল আউয়াল, মোহাম্মদ সাখাওয়াত ইসলাম পলাশ, রফিকুল ইসলাম রফিক, ডা: আ: রাজ্জাক, ব্যবসায়ী ছাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, সাজেন্ট আবু সাইদ ও সাংবাদিক কবীর উদ্দিন সরকার হারুন প্রমুখ।
এসএ/