জিয়ার স্মরণে গাছ রোপণ করল ‘ক্ষুদে খালেদা’


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:২৯ পিএম, ৩রা সেপ্টেম্বর ২০২৫


জিয়ার স্মরণে গাছ রোপণ করল ‘ক্ষুদে খালেদা’
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভিন্নধর্মী আয়োজন করেছে ময়মনসিংহ উত্তর জেলা যুবদল। মধ্যবাজার এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে গাছের চারা রোপণ করে আলোচনায় এসেছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা ফারিয়া, যাকে সবাই ডাকছে ‘ক্ষুদে খালেদা’ নামে।


রামিসা ফারিয়া স্থানীয় জাগরণী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। তার বাবা জহিরুল ইসলাম রমজান যুবদলের কর্মী। খালেদা জিয়ার আদলে সেজে অনুষ্ঠানে যোগ দেওয়ায় তাকে দেখতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দেয়। এ সময় সর্বসাধারণ ও দলীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।


আরও পড়ুন: নেত্রকোণায় হামলা পাল্টা হামলায় নিহত ২, আহত ৩


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুবদলের উত্তর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, “খালেদা জিয়ার অনুপ্রেরণাতেই দীর্ঘ ১৭ বছর আমরা দমন-নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আজ ক্ষুদে খালেদা আমাদের মাঝে সেই শক্তি ও আশার প্রতীক হয়ে এসেছে।”


এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদল, ছাত্রদল ও স্থানীয় নেতাকর্মীরা। তারা প্রতিষ্ঠাবার্ষিকীর নানা কর্মসূচিতে অংশ নেন এবং জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।


এএস