প্রেমিকের ডাকে সাড়া দিয়ে গণধর্ষণের শিকার তরুণী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
প্রতীকী ছবি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বনকাদিপুর গ্রামের এক তরুণী প্রেমিকের ডাকে সাড়া দিয়ে একান্তে সময় কাটাতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে করে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। পরিণত হয়েছে টক অফ দ্যা নবীগঞ্জে।
এ ঘটনায় প্রেমিক ও তার সহযোগীকে আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা নবীগঞ্জ উপজেলার প্রজাতপুর গ্রামের নূর মিয়ার পুত্র কথিত নুরুল আমিন ও আউশকান্দি ইউনিয়নের রায়পুর গ্রামের আব্দুল খালিছ এর পুত্র উজ্জল মিয়া।
রবিবার (৩১ জুলাই) বিকালে থেকে সন্ধ্যা পর্যন্ত নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর নামকস্থানে ধর্ষণের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ব্যাটারি চালিত একটি রিক্সাযোগে একটি মেয়ে ও কয়েকজন যুবক আলমপুর নামক স্থানে যেতে দেখা গেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জনবাণীকে বলেন, “ধর্ষণের খবর পেয়ে আমাদের একদল পুলিশ ফোর্স মেয়ে ও অভিযুক্ত দু’জনকে আটক করে। এবং গতকাল সোমবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়।”
এসএ/