বদলা নিতে হত্যা মামলার প্রধান আসামীকে খুন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
কুষ্টিয়া কুমারখালীতে হত্যা মামলার আসামী সেলিম (৪৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
সোমবার (১ আগষ্ট) সকাল ১১ টাএ দিকে কুমারখালী সদকী ইউনিয়নের চরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার সদকী ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত সেকেন আলীর ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। তিনি একই এলাকার হুমায়ন মন্ডল (৪৪) হত্যা মামলার আসামী ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, সেলিম পেশায় একজন ভাটা শ্রমিক। সকাল সাড়ে ৯ টার দিকে ভাটায় কাজে যাচ্ছিলেন। এসময় প্রতিপক্ষের সাইদুল ইসলাম (৩৫), আসলাম হোসেন (৪০) ও রাজু আহমেদ (২৫) সহ বেশ কয়েকজন ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে শরীরের রগ কেটে দেয়। পরে তাঁর চিৎকার চেঁচামিচিতে প্রতিপক্ষরা দ্রুত চলে যায় এবং স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁর অবস্থা আশঙ্খাজনক হওয়ায় সেখানকার চিকিৎসক তাঁকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। এরপর কুষ্টিয়া হাসপাতালে পৌছানোর আগেই তিনি মারা যান।
জানা গেছে, ২০২০ সালের ৬ মে জমি সংক্রান্ত বিষয়ের জেরধরে চরপাড়া জামে মসজিদ থেকে তারাবির নামাজ আদায় করে বাড়ির ফেরার পথে পূর্বশত্রুতার জেরে হুমায়ন মন্ডল (৪৪) কে কুপিয়ে হত্যা করেছিল প্রতিপক্ষরা। পরের দিন ৭ মে নিহতের ছোট ভাই সাইদুল ইসলাম বাদী হয়ে ৩৬ জনের নামের কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিল। যার মামলা নম্বর ৯। সেই মামলায় নিহত সেলিমকে প্রধান আসামী করা হয়েছিল।
নিহতের ভাই শাহিন জনবাণীকে বলেন, “ভাইকে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের মোঃ সাইদুল ইসলাম (৩৫), মোঃ আসলাম হোসেন (৪০), মোঃ রাজু আহমেদ (২৫)সহ বেশ কয়েকজন ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। আমি এ হত্যার সুষ্ঠ বিচার চাই।”
সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দ্বীপ জনবাণীকে বলেন, “জমি সংক্রান্ত জেরে ২০২০ সালে একজন খুন হয়েছিল। সেলিম সেই মামলার প্রধান আসামী ছিল। প্রতিপক্ষরা কুপিয়ে তাঁকে হত্যা করেছে বলে জানতে পেরেছি। বর্তমানে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। এলাকায় আইন শঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।”
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে জনবাণীকে বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। ”
এসএ/