ঘরে তালা না দেয়ায় অন্তঃসত্ত্বা নারীকে শাশুড়ীদের অমানবিক নির্যাতন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
চুয়াডাঙ্গার দর্শনায় ঘরের দরজায় তালা দেয়াকে কেন্দ্র করে নিলা খাতুন (২০) নামে সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারী বেধড়ক পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে শাশুড়ী, খালা শাশুড়ি ও খালাতো ননদের বিরুদ্ধে। আহত নিলা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার (১ জুলাই) রাত ৮ টার দিকে এঘটনা ঘটে।
আহত নিলা খাতুন দর্শনার পরানপুর গ্রামের স্কুলপাড়ার ট্রাক চালক আসমাউল হুসনার স্ত্রী।
আহতের স্বামী আসমাউল হুসনা বলেন, “ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। বাড়ি এসে জানতে পারি ঘরের দরজায় তালা দিতে মনে ছিলনা আমার স্ত্রীর। এই নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে আমার মা শিউলি খাতুন, খালা নাজমা খাতুন ও খালাতো বোন তানিয়া আমার স্ত্রী নিলাকে কাচা কুঞ্চি দিয়ে বেধড়ক মারধর করেছে। এসময় তার পেটেও আঘাতপ্রাপ্ত হয়। পরে আমি বাড়ি এসে স্ত্রীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি।”
তিনি আরও বলেন, “পূর্বেও আমার মা আমার স্ত্রীর সাথে খারাপ আচরণ করতো। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নেয়ার কথা ভাবছি।”
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হোসেন বলেন, “আহতের শরীরে আঘাতের ক্ষতচিহৃ পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তির পরামর্শ দেয়া হয়েছে।”
এসএ/