বাবাকে হত্যা করে মসজিদের মাইকে প্রচার, ছেলে আটক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
টাঙ্গাইলের কালিহাতীতে কুড়াল দিয়ে কুপিয়ে বাবা আলী আজগর (৬৫) কে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন ছেলে রাশেদ মিয়া (৩০) ।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার চারাল এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে রাশেদ মিয়াকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জনবাণীকে জানান, রাশেদ মানসিক ভারসাম্যহীন। রাতে হঠাৎ করেই কুড়াল দিয়ে তার বাবা আলী আজগরকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে।
পরে রাশেদ স্থানীয় একটি মসজিদে গিয়ে ইমামকে জানায় যে সে তার বাবাকে হত্যা করেছে আপনি একটু মাইকে প্রচার করেন। এসময় ইমাম স্থানীয়দের সহযোগীতায় রাশেদকে আটক করে পুলিশে খবর দেয়।
মঙ্গলবার ( ২ আগষ্ট) সকালে পুলিশ গিয়ে আলী আজগরের মরদেহ উদ্ধার ও রাশেদকে গ্রেপ্তার করে।
আরএক্স/