সৎমায়ের সাথে অভিমান করে মাদ্রাসার ছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পাবনার বেড়ায় আলমা আক্তার (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে বেড়া পৌর এলাকার ৫ নং ওয়ার্ড তেঘড়ি নামক গ্রামে।
জানা যায়, আলমা আক্তার ওই গ্রামের হালিম শেখের মেয়ে এবং বেড়া আলিম মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। স্থানীয়রা জানান, ঘটনার দিন আলমা আক্তার তার সৎমায়ের সাথে অভিমান করে সবার অজান্তে ঘরের দরজা বন্ধ করে আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে বেড়া মডেল থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে বেড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
আরএক্স/