আবাসিক হোটেলে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


আবাসিক হোটেলে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

প্রতীকি ছবি

বগুড়ায় শ্যামলী আবাসিক হোটেল থেকে তানভীরুল ইসলাম (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। 

বুধবার (৩ আগস্ট) সকালে বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত ব্যক্তি বরগুনার বামনার কোলাগাছিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে তানভীরুল ইসলাম (২৪)। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, তানভীরুল সোমবার (১ আগস্ট) রাত দেড়টার দিকে শ্যামলীর আবাসিক হোটেলের ৬০৫ নম্বর কক্ষে ওঠেন। পরে মঙ্গলবার দুপুর পর্যন্ত তার রুম থেকে কোনো সাড়া না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেন। এ সময় পুলিশ এসে রুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। পরে লাশ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা বলেন, মঙ্গলবার বিকেলে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় তানভীরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়।

ওআ/