শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধিতে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধিতে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট

শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরপর দুই দিন ৩ আগস্টে কাকরাইল মোড়ে ও ৪ আগষ্ট ডেমরায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরির্তন মন্ত্রণালয়ের আওতাধীন পরিবেশ অধিদপ্তরর। শব্দদূষণের ফলে সাধারণ মানুষের জীবনের উপর নানা ধরণের ক্ষতিকারক প্রভাব রয়েছে, সেগুলো সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, উচ্চ শব্দে ও অযথা হর্ণ না বাজানো, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ ও সড়ক পরিবহন আইন অনুসরণ করতে উদ্বুদ্ধ করা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে সাধারণ কমিউনিটিকে উদ্বুদ্ধ করা মোবাইল কোর্টের মূল উদ্দেশ্য। 

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

মোবাইলকোর্ট পরিচালনার মাধ্যমে এই দুই এলাকায় যাতায়াতরত যানবাহনের চালক, যাত্রী ও পথচারীসহ এলাকার জনসাধারণকে শব্দদূষণের ক্ষতিকর বিভিন্ন দিক সম্পর্কে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করা হয়। এ কার্যক্রমে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখার পক্ষ থেকে উচ্চ শব্দের হর্ণ বাজানো থেকে বিরত থাকার জন্য বিভিন্ন ধরণের যানবাহনের চালকদের শতর্ক করার পাশাপাশি ৩ আগস্ট ৯টি গাড়ীকে ১ হাজার) টাকা জরিমানা এবং ৪ আগষ্ট ৭টি গাড়ীকে ২ হাজার ৮৫০ টাকা জরিমানা এবং শব্দদূষণের ক্ষতিকর বিভিন্ন দিক সম্পর্কে গাড়িচালকসহ  সাধারণ জনগণকে সচেতন করা হয়। 

শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। 

এসএ/