চবি ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক পদ্মাপাড়ের আবু সাঈদ মারজান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন পদ্মা পাড়ের শিবচর উপজেলার আবু সাঈদ মারজান। তিনি গত কমিটিতে আইন বিষয়ক সম্পাদক ছিলেন।
গত ৩১ জুলাই দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পুর্নাঙ্গ কমিটি প্রকাশিত হয়। এই কমিটিতে যুগ্ম সাধারন পদে আসেন মোঃ আবু সাঈদ মারজান। যিনি ২০১৬ সালের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিপু সুজন পরিষদের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আবু সাঈদ মারজান চবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে ভাষা ও ভাষা বিজ্ঞান ডিপার্টমেন্টের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী।তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর পৌরসভার ৪ নং ওয়ার্ডে। তার দাদা বাড়ি শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরকাকইর গ্রামে। তার বাবা মোঃ এনায়েত হোসেন, যিনি ১৯৯৭ সালে শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়েছিলেন।বর্তমানে তিনি শিবচরের একটি উচ্চমাধ্যমিক স্কুলে শিক্ষকতা করছেন। মারজানের বড় কাকা বর্তমানে ইউনিয়ন আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। পারিবারিক ভাবে মারজান রাজনৈতিক পরিবারের সন্তান।
সদ্য দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারন সম্পাদক আবু সাঈদ মারজান বলেন, “আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে ক্যাম্পাস রাজনীতির সাথে সম্পৃক্ত। ২০১৩-১৪ শেসনে যখন ভর্তি হই তখন চবিতে শাহজালাল হল ছাড়া বাকি সবগুলা হল ছাত্রশিবিরের দখলে ছিল। ক্যাম্পাসে ভর্তি হওয়ার পর শাহজালাল হলের ২/১০ রুম থেকে আমার রাজনৈতিক জীবনের পথচলা শুরু। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হয়ে সোহরাওয়ার্দী হল দখল, আলাওল হল দখল, এফ রহমান হল দখল, শহীদ আব্দুর রব হল দখলে শিবিরের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশগ্রহন করি। যার ফলে ২০১৬ সালে আমাকে আইন সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয় এবং বর্তমান কমিটিতে যুগ্ম-সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “আমি জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ,জনাব নুর-ই আলম চৌধুরী লিটন ভাই, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন ভাই ও বাংলাদেশ ছাত্রলীদের সাধারন সম্পাদক জনাব লেখক ভট্টাচার্য দাদার কাছে কৃতজ্ঞতা জ্ঞ্যাপন করছি।”
উল্লেখ যে,২০১৯ সালের ১৪ জুলাই রেজাউল হক রুবেলকে সভাপতি ও ইকবাল হোসেন টিপুকে সাধারন সম্পাদক করে দুই সদস্যের কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় কমিটি। করোনা ও বিভিন্ন বৈশ্বিক দুর্যোগ পরিস্থিতির কারনে তিন বছর পর ৩৭৬ সদস্যের পুর্নাঙ্গ কমিটি করা হয়েছে।
এসএ/