বাইক-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
নাটোরের নলডাঙ্গায় সিএনজি ও দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।
শনিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নলডাঙ্গা-পীরগাছা আঞ্চলিক মহাসড়কের ব্রহ্মপুর কাশিয়াবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম হোসেন (১৭) উপজেলার বাঙ্গাল খলসি গ্রামের বাবু সরদারের ছেলে। আহতরা হলেন- বাঙ্গাল খলসি গ্রামে জাহেদুল ইসলামের ছেলে বিশাল (১৮) ও একই গ্রামের মৃত আশরাফ হোসেনের ছেলে তানভির হোসেন (১৯)।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পর জব্দ করা হয়েছে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজি।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “নলডাঙ্গা থেকে দুটি মোটরসাইকেল পীরগাছার দিকে যাচ্ছিল। পীরগাছা আঞ্চলিক মহাসড়কের ব্রহ্মপুরের কাশিয়াবাড়িয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় নাঈম হোসেন। আহত বিশাল ও তানভির হোসেনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।”
ওসি আরও জানান, “দুর্ঘটনার পর সিএনজি রেখে চালক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজি জব্দ করেছে পুলিশ।”
এসএ/