সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা ‘কথিত’ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৫


সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা ‘কথিত’ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে
ছবি: প্রতিনিধি

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ ওঠেছে রমজান নামে এক  ‘কথিত’ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে।


রবিবার (৬ জুলাই) সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকায় নাইরাদী সার্বজননী দুর্গা মন্দিরে জমি জোরপূর্বক দখল করতে আসে ওই ব্যক্তি।


আরও পড়ুন: সাভারে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ


সার্বজননী দুর্গা মন্দিরের সভাপতি ব্রজেন্দ্র মন্ডল বলেন, রমজান নামে এক ব্যক্তি লোকজন নিয়ে এসে দাবি করে সে মন্দিরের জায়গা থেকে জমি পায়। কিন্তু এই জমি মন্দিরের। সে এখান থেকে জমি পায় না। তারপরেও জমি নিয়ে আমরা মামলা করেছি। এক ব্যক্তি ওই জমির নামে জাল দলিল করেছিল। সেই দলিল বাতিলের জন্য মামলা করেছি। কিন্তু রমজান লোকজন নিয়ে জোর করেই জমি দখল নিতে চায় বলে জানান তিনি।


শ্যামল বিশ্বাস নামে অপর এক ব্যক্তি জানান, আমরা এক আতঙ্কে এখানে বসবাস করছি। রমজান নামে এক ব্যক্তি লোকজন নিয়ে মন্দিরের জমি দখল করতে আসে। তারা বিভিন্ন রকম হুমকি দিচ্ছে আমাদের। আমরা এখন নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানান তিনি।



অপরদিকে অভিযুক্ত রমজান আলী বলে, আমি এক নারীর কাছ থেকে প্রায় এক মাস আগে জমিটি কিনে নিয়েছি। কিন্তু জমি নিয়ে মামলা চলমান রয়েছে কি না জিজ্ঞাস করলে তিনি বলেন,আমি কোনো মামলার বিষয় জানি না। এসময় তিনি নিজের রাজনৈতিক পরিচয় দিয়ে বলেন, আমি আওয়ামীলীগ করি। আগে সবাই আওয়ামীলীগ করত, পরে ধানের র্শীষসহ অন্যান্য রাজনীতির দল হয়েছে। আমি স্বাধীনতার পক্ষে বলে জানান তিনি।


আরও পড়ুন: সাভারে ইজারা ঘাটে গুলি করে নৌকা লুট


সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. আশিকুর রহমান বলেন, আমি ঘটনাটি তদন্ত করছি। ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো বলে জানান তিনি।


এসডি/