Logo

সাভারে ইজারা ঘাটে গুলি করে নৌকা লুট

profile picture
জনবাণী ডেস্ক
১০ এপ্রিল, ২০২৫, ২৩:৫০
36Shares
সাভারে ইজারা ঘাটে গুলি করে নৌকা লুট
ছবি: সংগৃহীত

দীর্ঘ দিন যাবৎ সাভারের কাতলাপুর কর্ণপাড়া মিলনঘাট বৈধ ভাবে ইজারা নিয়ে ব্যবসা

বিজ্ঞাপন

সাভারে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে পিস্তল দিয়ে গুলি করে বংশী নদীতে নৌকা লুটের ঘটনা ঘটেছে। 

বুধবার (৯ এপ্রিল)  বিকেলে সাভার পৌর এলাকার কর্ণপাড়া মহল্লায় মিলন ঘাটে বংশী নদীতে এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নৌকা দুইটি মিলন ঘাট এলাকায় খেয়া পারাপরের কাজে ব্যবহার করছিল ইজারাদার  কামরুল ইসলাম। 

ইজারাদার কামরুল ইসলামের ছেলে হেদায়েতুলা বলেন, আমরা দীর্ঘ দিন যাবৎ সাভারের কাতলাপুর কর্ণপাড়া মিলনঘাট বৈধ ভাবে ইজারা নিয়ে ব্যবসা  পরিচালনা করে আসছি। অন্তর নামে এক ব্যক্তি ও তার বাহিনী  ঈদ উপলক্ষে  পাঁচ লক্ষ টাকা চাঁদাদাবি করে। এসময় আমি তাদের টাকা দিতে পারবো না বলে জানিয়ে দেই এবং ঈদে পাঞ্জাবি দিবো বলে জানাই। কিন্তু তারা আজ বিকেলে অন্তরসহ কয়েক জন পিস্তল নিয়ে আসে। সেসময় ঘাটে থাকা মাঝিকে অস্ত্রের মুখে জিম্মি করে দুইটি ইঞ্জিন চালিত নৌকা লুট করে নিয়ে যায়। এসময় ঘাটে আতঙ্ক সৃষ্টি করার জন্য সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি করেছে বলে জানান তিনি। 

বিজ্ঞাপন

এঘটনা জানতে  অন্তরকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ চেষ্টা করা হলেও তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।

বিজ্ঞাপন

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জনবাণীকে বলেন, কোনো গুলাগুলি ঘটনা ঘটেনি। তাদের নিজেদের মধ্যে নৌকা নেওয়ার ঘটনা ঘটেছে। তবে পিস্তল দিয়ে জিম্মি করে নৌকার নেওয়ার ঘটনা জিজ্ঞাসা করলে ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD