ঝালকাঠিকে এসি বিস্ফোরণে দম্পতি নিহত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ঝালকাঠিকে এসি বিস্ফোরণে স্বামী ও স্ত্রী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। শনিবার (২০ আগস্ট) দুপুরে রাজাপুর উপজেলার দক্ষিণ সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিয়ার চান্দের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. ফোরকান হাওলাদার (৫৫) ও তার স্ত্রী মাহিনুর বেগম (৪৫)। নিহত ফোরকান রাজাপুরের আমতলা বাজারের মুদি দোকানি ছিলেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করে জানান, “আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আহতরা হলেন- ফোরকানের ছেলে মাঈনুল, ভাইয়ের বউ মাহফুজা আক্তার, ও ভাইজি সারা মনি।”
রাজাপুর থানা পুলিশ জানিয়েছেন, বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এরই মধ্যে এলাকার লোকজন আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। এসি থেকে নির্গত গ্যাসের বিষক্রিয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করা হচ্ছে।
জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আমির সোহেল জানান, “আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা এখন অনেকটাই ভাল।”
এসএ/