শ্বাসনালীতে খাবার আটকে প্রাণ গেলো শিশুর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


শ্বাসনালীতে খাবার আটকে প্রাণ গেলো শিশুর

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জীবননগর উপজেলায় শ্বাসনালীতে ভাত আটকে মুজাহিদুল ইসলাম (৯) নামের এক শারীরিক প্রতিবন্ধী শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। শিশু মুজাহিদুল ইসলাম জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের মোল্লাপাড়ার ক্বারী-মাওলানা ঈসমাইল হোসেনের ছেলে।  

কেডিকে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ঈসরাইল বিশ্বাস পরিবারের বরাত দিয়ে দৈনিক জনবাণীকে বলেন, জন্ম থেকেই শিশু মুজাহিদুল ইসলাম শারীরিক প্রতিবন্ধী ছিলো। সে ঠিকমত চলাফেরা ও খাওয়া-দাওয়া করতে পারে না। মাঝেমধ্যেই খাবারের সময় শ্বাসনালীতে ভাত আটকে যেত। এর কয়েক সেকেন্ড পর স্বাভাবিক হয়ে যেতো। 

 বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে খাবার খাওয়ার সময় শ্বাসনালীতে আবারো ভাত আটকে যায়। অবস্থার অবনতি হলে জীবননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢোলে পড়ে শিশু মুজাহিদুল ইসলাম।

তিনি আরও বলেন, প্রায়দিনই শ্বাসনালীতে ভাত আটকালেও আজ ভাত আটকে চিরতরে চলে গেলো শিশু মুজাহিদুল ইসলাম। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। ছেলেকে হারিয়ে বাবা-মা যেন পাগল প্রায়। মাগরিবের নামাযের পর শিশু মুজাহিদু ইসলামের মরদেহ গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

এসএ/