Logo

ঝালকাঠিতে আইনজীবী সমিতির নির্বাচন

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
27Shares
ঝালকাঠিতে আইনজীবী সমিতির নির্বাচন
ছবি: সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি  জেলা আইনজীবী সমিতির ২০২২ সনের কার্য্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ১১টি পদের ১০টিতে একাধি...

বিজ্ঞাপন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি  জেলা আইনজীবী সমিতির ২০২২ সনের কার্য্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ১১টি পদের ১০টিতে একাধিক প্রার্থী না থাকায় সে সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছেন। শুধু সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। এ নির্বাচনে ১৫৪ জন ভোটারের মধ্যে ১০০ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন।

ভোটগ্রহণ শেষে দুপুর ৩টায় ভোটের ফলাফল ঘোষণা করেন সমিতির সাধারণ সম্পাদক আ স ম মোস্তাফিজুর রহমান মনু। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সিনিয়র আইনজীবী মীর রফিকুল ইসলাম আজম।

বিজ্ঞাপন

৫৪ ভোট পেয়ে আগামী ১ বছরের জন্য সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মোশারেফ হোসেন হাওলাদার। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম মোল্লা (খোকন) ৪৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

এর মধ্যে আওয়ামী লীগ প্যানেল ১১টি ও বিএনপি প্যানেল সভাপতির পাদ বাদে ১০টি মনোনয়ন পত্র সংগ্রহ করে। এছারাও স্বতন্ত্র ভাবে বর্তমান সাধারন সম্পাদক এ্যাডভোকেট মল্লিক মুহাম্মদ নাসির উদ্দিন কবির, মোঃ মোশারফ হোসেন হাওলাদার ও এওআই আবু সাঈয়েদ সাধারন সম্পাদক পদের মনোনয়নপত্র সংগ্রহ করলেও তারা জমা দান করেননি।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সভাপতি পদে বীর মুক্তিযোদ্বা আব্দুল মান্নান রসুল, সহসভাপতি মুনসী আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মো. বনি আমিন বাকলাই, শ্রী কার্তিক চন্দ্র দত্ত ও মো. আল আমিন ফরাজী। এ ছাড়া সম্পাদক ভিজিল্যান্স পদে মো. মনজুর হোসেন, সম্পাদক লাইব্রেরি শ্রী সঞ্জয় কুমার মিত্র, সম্পাদক (ভর্তি) মুহাম্মদ জাকারিয়া রহমান (জিহাদ), নির্বাহী সদস্য মো. আবদুল জলিল এবং মো. আবদুল আলিম।

বিজ্ঞাপন

জি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD